পেকুয়ায় গতকাল সোমবার দিনব্যাপী অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত আ. লীগের রাজনীতি সক্রিয় করা ও নাশকতার পরিকল্পনা করায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররকৃতরা হলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উজানটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা সৈনিক লীগের সহসভাপতি নাছির উদ্দীন, আ. লীগ নেতা ইয়ার মোহাম্মদ ও পেকুয়া সদর মিঠাবেপারী পাড়ার ফোরকান উদ্দিন নিলয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকায় অভিযান চালিয়ে এয়ার মুহাম্মদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে উজানটিয়া ইউনিয়নের গুদারপাড় স্টেশন এলাকা থেকে সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার নিজ বাড়ি থেকে সৈনিক লীগের সহসভাপতি নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পেকুয়া থানার ওসি মুহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।












