পেকুয়ায় বিশ্ব নদী দিবস পালন

পেকুয়া প্রতিনিধি | সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

নদীর দখল ও দূষণ রোধে ভাববার সময় এখনই। নদী নালা যেভাবে দখল, দূষণ হচ্ছে এভাবে চলতে থাকলে দ্রুততম সময়ের মধ্যে পরিবেশে চরম বিপর্যয় নেমে আসবে। গত শনিবার ‘মানুষের জন্য নদী’ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে পেকুয়ায় নোঙর আয়োজিত বিশ্ব নদী দিবসের আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, সরকারের উচিৎ সারাদেশে একটি সমীক্ষা পরিচালনা করে নদী দখলকারীদের নাম প্রকাশ করা ও তাদের শাস্তির আওতায় আনা।
পেকুয়া নোঙর পেকুয়া ইউনিটের উপদেষ্টা জাহাজীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ছাদেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোঙর কঙবাজার জেলা ইউনিটের সদস্য সচিব এফএম সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ আন্দোলন বাপার পেকুয়া উপজেলা কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম বাবুল, নোঙরের বিভাগীয় সমন্বয়ক আব্দুল আলিম গিয়াস, নোঙর পেকুয়া ইউনিটের সহ সভাপতি তারেকুর রহমান প্রমুখ।
সভায় নোঙর পেকুয়া ইউনিটের সাংগঠনিক সম্পাদক নাজমুন নাহার নওরীন, অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক মো ছাদেক, প্রচার সম্পাদক আসাদুজামান, সাংস্কৃতিক সম্পাদক ফারহান কবির, সহ অর্থ সম্পাদক তওহিদুল ইসলামসহ সংগঠনের নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবসে সাদার্ন ইউনিভার্সিটির আয়োজন
পরবর্তী নিবন্ধচুয়েট ভিসির সাথে ইয়ংওয়ান গ্রুপের প্রতিনিধি দলের মতবিনিময়