বাংলাদেশ নৌ বাহিনীর উদ্যোগে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মগনামা বানৌজা সাবমেরিন নৌ ঘাঁটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল সোমবার পেকুয়া উপজেলার মগনামা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইন দুপুর ২টা থেকে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। বাংলাদেশ নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকগণের তত্ত্বাবধানে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি ওষুধ বিতরণ করেন। এতে প্রায় ৫ শতাধিক হতদরিদ্র পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন।ক্যাম্পেইনের প্রধান,সিনিয়র মেডিকেল অফিসার বিএনএস পেকুয়া, লেফটেন্যান্ট কমান্ডার এনাম জানান, জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অনুষ্ঠানমালার অংশ হিসেবে সারা দেশে বাংলাদেশ নৌবাহিনী অসহায় মানুষের চিকিৎসা সেবাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় বিএনএস পেকুয়া দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। আগামীতে বাংলাদেশ নৌবাহিনী জনস্বার্থে সেবা মূলক এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।