পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল ৬ দোকান ও ২ বসতঘর। এসময় গোয়াল ঘরে থাকা একটি গরুও পুড়ে গেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত বাড়ীর লোকজন।
জানাযায়, গত শনিবার (১৩ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী এলাকার দক্ষিণ বটতলী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস অফিস ও ক্ষতিগ্রস্ত বাড়ীর লোকজনের সাথে কথা বলে জানাযায়, রাত ২ টার দিকে হঠাৎ করে স্থানীয় জনৈক রেজাউল করিমের বাড়ীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে তা ছড়িয়ে পড়ে তার সহোদর ইকবালের বসতঘরসহ বাড়ীর সাথে লাগোয়া ৬ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো হল- নুরুল আবসার, মানিক, আজগরের মালিকনাধীন ৩টি চায়ের দোকান ও কুলিং কর্ণার, শামশুল আলমের ফার্মেসির দোকান, মুজিবুর রহমানের টেইলার্স ও নেজাম উদ্দিনের মোবাইলের দোকান। ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক রেজাউল করিম জানান, স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে আমাদেরকে দীর্ঘদিন ধরে হুমকি ধমকি দিয়ে আসছিল। গতকাল রাতের আঁধারে একদল দুর্বৃত্ত আমার বসতঘরের রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এতে আমার প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ উত্তম কুমার ব্যানার্জি বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই দুটি বসতঘর ও ৬ টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নির্ধারণ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে এএসপি সার্কেল তফিকুল ইসলামসহ পেকুয়া থানার একটি টিম রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।