পেকুয়ায় ট্রাক চাপায় গুরুতর আহত দুজনের মধ্যে এক শিশু মারা গেছে। তার নাম নাজিমুল ইসলাম সাঈদ (৮)। নিহত শিশু শিলখালী ইউনিয়নের লম্ভামোরা এলাকার নুরুল হকের পুত্র। গতকাল বুধবার পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে চমেকে রেফার করা হয়। নিহত শিশুর স্বজনরা জানান, আহত শিশু সাঈদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টা পরেই সে মারা যায়। গতকাল তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়, গত ১৬ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সওদাগর হাট টু কাঁচারিমোরা সড়কের রহমানিয়া দারুল উলুম হাফেজখানা ও এতিমখানা পয়েন্টে দ্রুতগামি একটি সিমেন্ট বোঝাই ট্রাক হাফেজখানার দুই শিশু শিক্ষার্থীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। পরে আহত দুই শিশু শিক্ষার্থী নাজিমুল ইসলাম সাঈদ (৮), সিদ্দিকুর রহমান রাহাত (৭) কে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুল ইসলাম সাঈদের মৃত্যু হয়। হতাহত দুজনই বারবাকিয়া রহমানিয়া দারুল উলুম মাদ্রাসা ও হাফেজখানার হেফজ বিভাগের শিক্ষার্থী। দুজনই মাদ্রাসা থেকে বের হয়ে রাস্তা পার হবার চেষ্ঠা করছিল। নিহতের চাচা বাহাদুর জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কানন সরকার জানান, এ ঘটনায় চালক আবদুল করিমকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত শিশুটির লাশ ময়না তদন্তের পর দাফন করা হয়েছে। ঘাতক গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।