পেকুয়ায় চুলার আগুনে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের বটতলী জুমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, স্টেশনের আব্বাস উদ্দিনের মালিকানাধীন চায়ের দোকানের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়লে নুরুল আমিন ও ছাত্তারের মুদির দোকান এবং ইলিয়াসের কুলিং কর্নার পুড়ে যায়। পরে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে নিশ্চিত করেছেন পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ লিডার উত্তম কুমার ব্যানার্জি। ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।