পেকুয়ায় মাঈনুল ইসলাম মানিক (২৮) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মানিক উপজেলার সদর ইউনিয়নের মছইন্যাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। গতকাল দুপুর আড়াইটার দিকে মাঈনুল নিজ বাড়িতে আত্মহত্যা করেন।
মানিকের চাচি কমরু বেগম বলেন, দুপরে আমার দেবরের বাড়িতে কেউ না থাকায় আমি মানিককে দুপুরে খাবার খেতে ডাকতে গিয়ে দেখি গলায় রশি পেঁচানো অবস্থায় মানিকের দেহ ঝুলে আছে। পরে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মানিক একটি কোম্পানিতে চাকুরী করত। বেশ কয়েকমাস ধরে ঘরেই অবস্থান করছিল সে। মানসিক ডিপ্রেশন থেকেই আত্মহননের পথ বেছে নিয়েছে বলে ধারণা স্বজনদের। তবে ঠিক কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে স্বজনরা বলতে পারছেন না। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন জানান, মছইন্যাকাটায় এক যুবক আত্মহত্যা করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।