পেকুয়ায় ইউনিয়ন আ.লীগের সভাপতি গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল এনামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে মগনামা ইউনিয়নের মহুরিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, খাইরুল এনাম নামে একজন গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। রাজনৈতিক কোনো মামলা নয়, মূলত আদালত কর্তৃক ২টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাথরঘাটায় তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমেজর সাদিকের স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি