অস্ত্রসহ পেকুয়ার শীর্ষ সন্ত্রাসী জাকির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৫ এর একটি দল পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পাহাড় ঘেরা বনকানন এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেপ্তার করে। জাকির টইটং ইউনিয়নের কাটা পাহাড় গ্রামের কবির আহম্মেদের ছেলে। এসময় তার স্বীকারোক্তি মতে তার অফিস কক্ষে কাঠের ছোট আলমারির পিছনে একটি সাদা বস্তার ভিতর থেকে ৩টি দেশীয় পাইপগান, ২টি দেশীয় এলজি, ২টি রামদা এবং ৪ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, জাকির দীর্ঘদিন সুকৌশলে দেশীয় অস্ত্র-গুলি সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পাশাপাশি মাদকের ব্যবসা করে আসছিল। তার আটকের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। এতদিন এ সন্ত্রাসীর ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, টইটংয়ের বনকানন থেকে অস্ত্রসহ আটক জাকির হোসেনকে পেকুয়া থানায় হস্তান্তর করেছে র্যাব। তার বিরুদ্ধে বিজিবির নায়েব সুবেদার মো. কামাল উদ্দিন বাদী হয়েছে একটি অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।