পেকুয়ায় অস্ত্রসহ আটক ১

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৮:৩২ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ ১ জনকে আটক করেছে যৌথবাহিনী। গতকালল শনিবার বিকেল ৪ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ মোঃ আজিজ সিকদার (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করে। আটক মোঃ আজিজ সিকদার উপজেলার সদর ইউনিয়নের বিলহাচুরা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র।

সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী পেকুয়া ক্যাম্পের গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে নন্দীর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আজিজ সিকদারকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে অজ্ঞাত স্থান থেকে ১টি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য আটক ব্যক্তিকে পেকুয়া থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, যৌথ বাহিনী অস্ত্রসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করে। আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা রুজ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএক কিলোমিটারের রাস্তায় ১০ ফুটও ভালো নেই
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধকে যারা ছোট করতে চায়, তারা চব্বিশের অভ্যুথানেরও শত্রু