পেকুয়ায় অজ্ঞান পার্টির সাত নারীসহ গ্রেপ্তার ৮

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৮:১৪ পূর্বাহ্ণ

কখনো কবিরাজ, আবার কখনো বেদে বা কখনো রিক্সা চালকের ছদ্মবেশে যাত্রী ও সাধরণ মানুষকে বিশেষ কৌশলে অজ্ঞান করে প্রতারণার মাধ্যমে সর্বস্ব হাতিয়ে নিয়ে চম্পট দেয় চক্রটি। এমন এক চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ‘প্রতারণা করে হাতিয়ে নেয়া’ দেড় ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন এবং নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গত ১৬ অক্টোবর থেকে টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পেকুয়া উপজেলা শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার এক প্রবাসীর স্ত্রী শারমিন জন্নাত (৩০) বাড়িতে একা থাকার সুবাধে বেদে সেজে কয়েকজন মহিলা পানি পান করার অজুহাতে বাড়িতে ঢুকে পড়ে। এ সময় কৌশলে শারমিন জান্নাতকে বিশেষ কেমিক্যাল দিয়ে অজ্ঞান করে স্বর্ণের চেইন, কানের দুল হাতিয়ে নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে শারমিন জন্নাতের জ্ঞান ফিরলে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে অজ্ঞান পার্টির সদস্যদের খুঁজতে থাকে। পরে পহরচাঁদা এলাকা থেকে চক্রের ২ মহিলাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটককৃতদের স্বীকারোক্তি মতে ১৭ অক্টোবর সকালে চট্টগ্রামের লোহাগাড়া থেকে আরো ৬ জনকে আটক করে পেকুয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন রেনু বেগম (৬০), মুক্তা বেগম (৩৮), রুবি বেগম (৩৭), গোলাপী (৫৮), কাকলী (২৫), রৌশন আরা বেগম (৬০), শেফালী বেগম (৪৫), সেলিম সওদাগর (৩৮)। গ্রেপ্তারকৃতরা চাঁদপুর জেলা ও কুমিল্লা জেলার বাসিন্দা।

পেকুয়া থানা ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া থানা পুলিশ বিশেষ অভিযানে অজ্ঞান পার্টির ৮ সদস্যকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা পেকুয়া থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেন। গতকাল তারা শিলখালী ইউনিয়নের এক প্রবাসীর বাড়িতে ঢুকে কৌশলে বাড়ির মহিলাকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহয়তায় অভিযান চালিয়ে চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে প্রবাসীর ঘরে চুরি
পরবর্তী নিবন্ধজন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা