পেকুয়ায় সম্পত্তির ভাগ নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৫:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (২৪ মে) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ষাট ধনিয়াপাড়া পেকুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ মামুন (৫৪) এর লাশ উদ্ধার পেকুয়া থানা পুলিশ।

নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ মামুন উজানটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ষাট ধনিয়াপাড়া এলাকার আমির হামজা ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে কয়েক বছর আগে অবসর গ্রহন করেন।

জানা যায়, গত ২৪ মে সকাল ১০ টার দিকে নিজ আপন ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মমতাজ উদ্দিন ও মোজাম্মেল হকের সাথে সম্পত্তি ভাগবাটোয়ারা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মামুনকে উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মারা হয়। এতে মামুন আহত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে ভিকটিমের স্ত্রী খবর পেয়ে বান্দরবান থেকে পেকুয়ায় স্বামীর বাড়িতে এসে অসুস্থ স্বামীকে পেকুয়ায় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের নিজ বাড়িতে তার মরদেহ নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে রাত ১ টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পেকুয়ায় নিয়ে আসা হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, উজানটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ষাট ধনিয়াপাড়া এলাকা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভাই-ভাইয়ের মধ্যে সম্পত্তির বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটে। মৃত্যুর কারণ নিশ্চিতে ব্যাপক তদন্ত চলমান রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে। নিহত ব্যাক্তি অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪