কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর শ্রমিকদল নেতা শহিদ হত্যা মামলার অন্যতম আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়া, এএসআই আপ্যায়ন বড়ুয়া ও এএসআই জুয়েল কান্তি বড়ুয়ার নেতৃত্বে পুলিশের বিশেষ টিম চকরিয়া থানা এলাকার কাকারা দরগাহ রাস্তা মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন (৩৫) পেকুয়া সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী এলাকার মোহাম্মদ ছবির ছেলে। সে শ্রমিকদল নেতা শহিদ হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামি। সাজ্জাদ হোসেন পেকুয়া উপজেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম সম্পাদক। গত ২০২৪ সালে ২৬ আগস্ট (সোমবার) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পেকুয়া বাজারের পশ্চিম পাশে ওয়াপদা অফিসের সামনে শ্রমিক দলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহিদুল ইসলাম শওকত প্রকাশ শহিদ (৩৬) খুন হন।
নিহত শহীদুল ইসলাম শওকত উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জোন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে।