পেকুয়ায় মাছ ধরতে নেমে হেফজ বিভাগের ছাত্রের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৬:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্র মিফতাহুল ইসলাম মাফি ওই এলাকার সাবেক সেনা সদস্য সার্জেন্ট লিয়াকত আলীর ছোট ছেলে। সে মেহেরনামা ইসলামিয়া মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

মিফতাহুলের চাচাতো ভাই শামীমুল ইসলাম বলেন, মিফতাহুল বাড়ির সামনে পুকুরে মাছ ধরতে জাল ফেলে পুকুরে ডুব দেয়, বেশ কিছুক্ষণ পুকুরে ডুবে থাকায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। পরে পুকুরে নেমে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, ১২ বছর বয়সী এক কিশোরের নিথর দেহ স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে দিঘীতে পড়ে শিশুর মৃত্যু