কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. জামাল উদ্দিন (৪৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার টইটং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রমিজপাড়ায় এ ঘটনা ঘটে। জামাল উদ্দিন একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদার পাড়া এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামাল উদ্দিন স্থানীয় একটি কলা বাগানের শ্রমিক হিসেবে কাজ করতেন। সকালে কলা বাগানে পানি সেচ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্থানীয়রা বাগানের পাশে পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।