পেকুয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, প্রধান আসামি যুবদল সভাপতি

আজাদী অনলাইন | সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ১০:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনবিরোধী মিছিলের সময় বিএনপি সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩২ জনকে আসামি করে থামায় মামলা দায়ের করেছে পুলিশ।

পেকুয়া থানার এসআই সৈয়দ সফিউল করিম আজ সোমবার বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আরও ৭ থেকে ৮শ জন অজ্ঞাত ব্যক্তি উল্লেখ করে আসামি করা হয়।

এতে পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলার আসামি করা হয়েছে পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ, ছাত্রদল নেতা সাঈদীকে।

মামলার বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস জানান, পুলিশ ভিডিও ফুটেজ ও ছবি সংগ্রহ করেছে ঘটনার সাথে জড়িত ও ইন্ধন দাতাদের গ্রেফতারে কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই যুবক সীতাকুণ্ডে গ্রেফতার