পেকুয়ায় ডাম্পার ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। এসময় আরো একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় পেকুয়া উপজেলার আঞ্চলিক মহাসড়ক (এবিসি সড়ক) হরিণাফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আরিফ (৩৫) চকরিয়া উপজেলার কোনাখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার ফজল করিমের ছেলে। গুরুতর আহত মো. হোছাইন একই এলাকার মৃত রাজা মিয়া ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মো. আরিফ পেকুয়া চৌমুহনী থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি চকরিয়ার কোনাখালী যাওয়ার পথে এবিসি সড়কের হরিণাফাঁড়িস্থ পল্লী বিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মালামাল বোঝাই ডাম্পারের (ট্রাক) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মো. আরিফ রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে যায়। এতে মো. আরিফ মাথা ও বুকে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয় এবং অপর আরোহীর পা ভেঙে গুরতর আহত হয়।
মো. আরিফ সৌদি প্রবাসী থেকে গত ২ মাস আগে নিজ দেশে ছুটিতে আসেন, কোরবানির ঈদ শেষে প্রবাসে ফিরে যাওয়ার বিমান টিকেট বুকিং করা ছিল, নিহত আরিফ দুই সন্তানের জনক বলে জানান স্বজনরা।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাম্পার গাড়ি জব্দ করে, ডাম্পার চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।