পেকুয়ায় গণ অধিকার নেতা ইউপি সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

পেকুয়া প্রতিনিধি | বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ও পেকুয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহেদুল ইসলাম সাহেদকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে ।

নিহতের মা দিলদার বেগম বাদী হয়ে গত ১৬ ডিসেম্বর পেকুয়া থানায় এ মামলা দায়ের করেন। পেকুয়া থানা নং-১১/২০২৪।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটায় দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৈকত পাড়া এলাকায় পরিকল্পিতভাবে বাদীর ছেলে নাজিম উদ্দিন প্রঃ গুড়ামিয়াকে ১নং আসামীসহ অপারপর আসামীগন পিটিয়ে হত্যা করে।

মামলার বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়।
বাদীর লিখিত এজাহারে ১২ জনের নাম উল্লেখ করা হয় এতে একজন ইউপি সদস্যও রয়েছে।

যুব অধিকার পরিষদ নেতা ও পেকুয়া ইউপি সদস্য শাহেদুল ইসলাম সাহেদ ছাড়াও অন্য আসামীরা হলেন, সৈকতপাড়া এলাকার কামাল হোসেন ছেলে মোঃ লিয়াকত আলী, মৃত্যু ওবায়দুর রহমানের ছেলে মোঃ শহিদুল্লাহ, কবির আহমদের ছেলে আমান উল্লাহ, শহিদ উল্লাহর ছেলে মোঃ বাদশা, গোলাম কাদেরের ছেলে ইমাম উদ্দিন, মুবিন উদ্দিন, জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ ছোটন,আবদুল মতলবের ছেলে এনাম হোছাইন,নুর আলম পিতা অজ্ঞাত, মনু সওদাগরের ছেলে মুবিনুল ইসলাম, মৃত হাসান আলীর ছেলে মোঃ কাছিম আলী সহ অজ্ঞাতনামা আরওর৭/৮ জন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে স্মার্ট কার্ডে মিলছে টিসিবি পণ্য
পরবর্তী নিবন্ধবিজয় দিবসে জয় বাংলার স্লোগান : আনোয়ারায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার