পেকুয়ায় ইটবোঝাই ডাম্প ট্রাক ঢুকে গেল দোকানে

পটিয়ায় বাসের ধাক্কায় সড়কে উল্টে গেল কাভার্ড ভ্যান রামুতে ট্রাক-টেক্সি সংঘর্ষ, চালক নিহত

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় পৃথক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার পটিয়া, রামু এবং পেকুয়ায় এসব দুর্ঘটনা ঘটে।

পেকুয়া প্রতিনিধি জানান, কক্সবাজারের পেকুয়ায় ইটবোঝাই ডাম্প ট্রাক সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে গাড়ির হেলপার ও এক শ্রমিক আহত হয়েছে। এ সময় ডাম্প ট্রাকের ধাক্কায় সেমিপাকা ৩টি ঘর ভেঙে যায়। এতে গাড়ির সামনের অংশও দুমড়েমুচড়ে যায়। গত রোববার বেলা সাড়ে ১১টায় দিকে সাবমেরিন নৌঘাঁটি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের তেলিয়াকাটা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত হেলপার মো. ফারুক (২০) ও অপর শ্রমিকের নাম জানা যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে পেকুয়া চৌমুহনীমুখী একটি ইটবোঝাই ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে সড়কের পার্শ্ববর্তী দোকানে ঢুকে পড়ে। এতে ইট বোঝাই ডাম্পার ট্রাকটির উপরে থাকা ১ জন শ্রমিক ও হেলপার রাস্তায় পড়ে মারাত্মক আহত হয়। রাস্তার পাশে ওই দোকান ঘর ৩টি পরিত্যক্ত অবস্থায় থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পায় বলে জানা যায় স্থানীয়রা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দোকান মালিক খুইল্যা মিয়া জানান, ডাস্প ট্রাকটি আমার দোকানে ধাক্কা দেয় এতে আমার ৩টি দোকান ঘর সম্পূর্ণ ভেঙে যায়, এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়।

রামুতে ট্রাকটেঙি সংঘর্ষ, নিহত চালক : কক্সবাজার প্রতিনিধি জানায়, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের রামু উপজেলায় ট্রাক ও সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে মো. জাহেদ (২৯) নামে এক টেক্সি চালকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় মহসড়কের রামু রশিদনগর ইউনিয়নের পানিরছড়া ছড়া এইচ ডি মডেল হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদ কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পূর্ব ভারুয়াখালী এলাকার মনছুর আলমের ছেলে।

রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বিপরীত দিক আসা সিএনজি টেক্সি ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং দুমড়েমুচড়ে যায সিএনজি টেক্সিটি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় টেক্সির চালকের।

ওসি বলেন, ঘটনার খবর পেয়ে আমিসহ হাইওয়ে পুলিশের একটি দল নিহতের মরদেহ উদ্ধার করি। এছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানা নিয়ে আসা হয়েছে।

পটিয়ায় বাসের ধাক্কায় সড়কে উল্টে গেল কাভার্ড ভ্যান : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ায় যাত্রীবাহী হানিফ পরিবহনের ধাক্কায় মহাসড়কে উল্টে গেল একটি মালবাহী কাভার্ড ভ্যান। এতে আহত হয় কাভার্ড ভ্যানের চালক। সোমবার বিকেল ৩টায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার কুসুম ইউনিয়নের মনসা বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মালবাহী কাভার্ড ভ্যান উপজেলার মনসা বাদামতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগে। এতে কাভার্ড ভ্যানটি মহাসড়কেই উল্টে যায়। দুর্ঘটনায় হানিফ পরিবহনের বাস ও কাভার্ড ভ্যানটি ক্ষতিগ্রস্থ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক আহত হলেও হানিফ পরিবহনের যাত্রীরা ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দীন জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবরিত দুইটি গাড়িই হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ বিশিষ্ট শিক্ষানুরাগী সাইফুদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে রাবার প্রসেসিং অফিসারকে গুলি করে পাঁচ লাখ টাকা লুট