পেকুয়ায় অপহৃত যুবককে বাঁশখালী থেকে উদ্ধার করলো সেনাবাহিনী

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ১১:২২ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়া চৌমুহনী থেকে অপহৃত এক যুবককে বাঁশখালীতে অভিযান চালিয়ে উদ্ধার করলো সেনাবাহিনী।

বুধবার (৭ আগস্ট) উপজেলার সকাল ১০টায় মোঃ বাবু (১৯) নামের ওই যুবককে পেকুয়া চৌহমুনী গ্যাস পাম্প হতে অজ্ঞাত কয়েকজন অপহরণকারী অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহৃত মোঃ বাবু পেকুয়া চৌমুহনী এলাকার রাসেলের পুত্র।

অপহরণকারী চক্রটি অপহরণের পর তার ফোন নাম্বার থেকে পরিবারকে ফোন দিয়ে ৫৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় মুক্তিপণ আদায়ে প্রাণনাশের হুমকিও দেয়।

বিষয়টি তার পরিবার শহীদ জিয়া বিএমআই ইনস্টিটিউটে অস্থায়ী আর্মি ক্যাম্পে জানালে তাৎক্ষণিক দায়িত্বরত সেনা অফিসার ক্যাপ্টেন আসিফের নেতৃত্বে লোকেশন ট্র্যাকিং করে বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে রাত ১১ টায় অপহৃত যুবক মোঃ বাবুকে উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযানের বিষয় আগে থেকে টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী তার পরিবারের নিকট তাকে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে রাত জেগে মাদ্রাসা শিক্ষার্থী ও বিএনপি কর্মীদের মন্দির পাহারা
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদ বিলুপ্ত ঘোষণা