অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করে উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনের অনুমোদনের আলোকে কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করে ১ জুয়াড়িকে কারাদণ্ড প্রদান করেছে।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া বাজার এলাকায় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা লংঘন করে প্রকাশ্যে অনলাইনে জুয়া খেলার অপরাধে মোঃ ইমরান (২৫) নামে এক জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোঃ ইমরান উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা এলাকার মোঃ হাশেম প্রকাশ হাসু মিয়ার ছেলে। একই সময় পেকুয়া বাজারে সামুদ্রিক মাছ ধরা নিষিদ্ধ অমান্য করে পাঁচ মিশালী সামুদ্রিক মাছ বিক্রির দায়ে ২৫০ কেজি মালিক বিহীন মাছ জব্দ করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ পেকুয়া উপজেলার ১৯টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করে দেওয়া হয়।