পেকুয়া উপজেলার ২৩ বছর পূর্তি আজ

পেকুয়া প্রতিনিধি  | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:৩৬ পূর্বাহ্ণ

আজ ২৭ এপ্রিল পেকুয়াবাসীর জন্য এক অবিস্মরণীয় দিন। ২০০২ সালে এ দিনটি পেকুয়ার ইতিহাসের নতুন যাত্রার। যে দিনটিতে বাংলাদেশের মানচিত্রে নতুন একটি উপজেলার সংযোগ হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণাতীতকালের বৃহত্তর জনসভায় লাখ লাখ নারীপুরুষের সামনে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আয়োজিত জনসভায় পেকুয়া উপজেলার আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন।

তথ্য সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৭ মার্চ সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের নিরন্তন প্রচেষ্টায় সরকারের পুনর্বিন্যাস সংক্রান্ত নিকার সভায় পেকুয়া উপজেলা গঠনের সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন হয়। ২০০২ সালের ২৩ এপ্রিল পেকুয়া উপজেলার ঘোষণা মুদ্রিত হয় স্থানীয় সরকার বিভাগ থেকে। এ উপজেলাটির বয়স আজ ২৩ বছর পূর্ণ হয়েছে।

২০০২ সালে পেকুয়া উপজেলা প্রতিষ্ঠার মধ্য দিয়ে কক্সবাজার জেলাটি প্রথম শ্রেণির জেলার মর্যাদা লাভ করে। অন্যদিকে পেকুয়া উপজেলা মর্যাদা লাভের মাধ্যমে উপকূলীয় জনগণের নাগরিক সুুবিধা বৃদ্ধি পেয়েছে। এখন আর আগের মত চকরিয়ায় গিয়ে সরকারিবেসরকারি দাপ্তরিক কাজের জন্য দৌড়ঝাঁপ করতে হয় না। এসএসসিএইচএসসি বিভিন্ন পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যায় বাড়ির পাশের প্রতিষ্ঠানেই। উপজেলা প্রতিষ্ঠার পর থেকে পেকুয়ার অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে ১৪ কোটি ৬০ লাখ টাকায় রেলবিট সড়কের সংস্কার ও উন্নয়ন করছে চসিক
পরবর্তী নিবন্ধগুজরাটে এক রাতে ‘১০২৪ বাংলাদেশি’ আটক