পেঁয়াজ রপ্তানি আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। আগের দেওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিন দশেকের মধ্যে আবার এ সিদ্ধান্ত এল। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি গত শুক্রবার এ বিষয়ে নতুন আদেশ দিয়েছে। গত ৮ ডিসেম্বর থেকে বিশ্বের সর্ববৃহৎ পেঁয়াজ রপ্তানিকারক দেশটি রান্নায় বহুল ব্যবহৃত এ পণ্য রপ্তানি বন্ধ রেখেছিল। সেই সময়ের ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত রপ্তানিতে নিষেধাজ্ঞা ছিল। এদিকে দিল্লি রপ্তানি বন্ধ করলেও আগে থেকে আমদানির অনুমোদন থাকা পেঁয়াজ আসা নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান আহসানুল ইসলাম টিটু। খবর বিডিনিউজের।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এখন নতুন করে রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ডিজিএফটি। আগেরবার নিজেদের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় ৩১ মার্চ পর্যন্ত রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির সরকার। রয়টার্স লিখেছে এবার নির্বাচনের কিছু দিনে আগে সেই নিষেধাজ্ঞা অনির্দিষ্ট সময়ের জন্য করা হল।
আগের নিষেধাজ্ঞা বহাল থাকার মধ্যেই গত ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ কয়েক দেশে সীমিত পরিসরে পেঁয়াজ বিক্রির অনুমোদন দিয়েছিল ভারত। এতে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছিল। এ মৌসুমে উৎপাদন ভালো হওয়ায় ভারতের কৃষকরাও রপ্তানিতে নিষেধাজ্ঞার বিপরীতে রাস্তায় আন্দোলনে নেমেছিল।
রয়টার্স লিখেছে, নির্বাচনের আগে অনেককে অবাক করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে ভারতের পেঁয়াজের ওপর নির্ভরশীল অনেক দেশে দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভর মৌসুমে দেশটির ব্যবসায়ীরা যখন আশা করেছিলেন রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তখন সরকার উল্টোপথে হাঁটল। নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। বিদেশে পাঠানো বন্ধ থাকায় অভ্যন্তরঢু বাজারে দাম অর্ধেকে নেমে এসেছে।
মুম্বাইয়ের একটি রপ্তানিকারক কোম্পানির নির্বাহী রয়টার্সকে বলেছেন, রপ্তানি বন্ধের সময় বাড়ানো অবাক করার মতো এবং একেবারে অপ্রয়োজনীয়। এর কারণ হিসেবে তিনি বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়া এবং দাম কমে যাওয়ার কথা বলেন।
দেশটির সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রে প্রতি ১০০ কেজি পেঁয়াজের দাম ১২০০ রুপিতে নেমে এসেছে, যা ডিসেম্বরে ছিল সাড়ে ৪ হাজার রুপি।
তিনদিনের মধ্যে ঢুকবে ভারতীয় পেঁয়াজ : ভারত থেকে পেঁয়াজ আজ অথবা কাল ট্রেনে উঠবে; যা আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, দিল্লি রপ্তানি বন্ধ করলেও আগে থেকে আমদানির অনুমোদন পাওয়া পেঁয়াজ আসা নিয়ে কোনো সমস্যা হবে না। বাজার তার আপন গতিতে চলবে। তবে কেউ মজুদদারি করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের দুই মাসের মধ্যে রমজান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ব্যবসায়ীদের উৎসাহী করেছিলেন, যাতে দেশে পর্যাপ্ত পরিমাণ পণ্যের সরবরাহ থাকে। সেটি গুরুত্ব দিয়ে পণ্যের সরবরাহ নিশ্চিত করা হয়েছে।