চট্টগ্রাম কাস্টমসে প্রায় তিন কোটি টাকা মূল্যের পেঁয়াজ–আদা এবং টুথপেস্ট–কেমিক্যাল নিলামে তোলা হচ্ছে। আজ সকাল থেকে এসব পণ্য প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপপক্ষ। নিলাম শাখা সূত্রে জানা গেছে, নিলামে তোলা হচ্ছে ৬১ লাখ ৩০ হাজার ৯৭৯ টাকার ১১৫ টন পেঁয়াজ, ৬১ লাখ ৪৬ হাজার ৯৪৭ টাকার প্রায় ৫৭ টন আদা, ১ কোটি ১০ লাখ ৫৫ হাজার ৯৯৫ টাকার প্রায় ৮ টন রিয়েক্টিভ ডাইস অ্যান্ড ব্রাইটেনিং এজেন্ট এবং ৪৯ লাখ ১৮ হাজার ৮০ টাকার সাড়ে ৩ টন চায়নিজ হার্বাল টুথপেস্ট। জানা গেছে, পচনশীল পণ্যের দ্রুত নিলাম আয়োজনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থায়ী আদেশ জারি করে। কিন্তু চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তাদের অনীহার কারণে সেই আদেশ বাস্তবায়িত হয়নি। ফলে বিগত সময়ে অনেক খাদ্যপণ্য পচে যাওয়ায় তা মাটি খুঁড়ে পুঁতে ফেলতে হয়েছে। এতে সরকার রাজস্ব পাওয়া দূরে থাক, উল্টো পণ্য ধ্বংসের অর্থ ব্যয় করতে হয়েছে। এছাড়া অনেক পচনশীল পণ্য একদম মেয়াদোত্তীর্ণের ঠিক আগমূহুর্তে নিলামে তোলা হয়, এতে পণ্য বিক্রিতে উপযুক্ত দর উঠছে না। আবার অনেক সময় কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের ইনভেন্ট্রির (গণনা) কাজ শেষ করেও নিলামে তুলতে মাসের পর মাস সময়ক্ষেপণ করে। এতেও কন্টেনারে থাকতেই পণ্যের মেয়াদ ফুরিয়ে যায়। আবার দেখা যায়, নিলামে অনুমোদন দিতেও সময় নষ্ট হচ্ছে।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ–কমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, আমরা পচনশীল পণ্য দ্রুত নিলাম সম্পন্ন করার উদ্যোগ নিয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। একইসাথে আমরা নিলাম অযোগ্য পণ্য ধ্বংস কার্যক্রমও পরিচালনা করছি।