চট্টগ্রামের অন্যতম শীর্ষ আবাসন নির্মাতা প্রতিষ্ঠান উইকন প্রপার্টিজ গ্রাহকের স্বপ্ন পূরণে নিয়ে এসেছে ‘পে ওয়ান্স, আর্ন নাউ’ ধারণা। এতে একজন গ্রাহক ফ্ল্যাটের এককালীন মূল্য পরিশোধ করে পরের মাস থেকে ওই ফ্ল্যাটের স্থান অনুয়ায়ী যৌক্তিক মাসিক ভাড়া নিতে পারবেন। এছাড়া আগের মতো কিস্তি সুবিধা তো আছেই। এবার রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারকে সামনে রেখে এই সুবিধাটি চালু করেছে উইকন প্রপার্টিজ। এতে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানটি একদিকে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারবে, অপরদিকে ক্রেতারাও কমদামে ফ্ল্যাট নিতে পারবে।
গতকাল মঙ্গলবার সকালে নগরীর মেহেদিবাগের পিটুপি–উইকন হেড অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিটুপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী। তিনি বলেন, একটি ফ্ল্যাট শুধু একটি ঠিকানা নয়, এটি মানসিক প্রশান্তি ও ভবিষ্যতের নিরাপত্তার প্রতীক। উইকন প্রপার্টিজ গ্রাহকের স্বপ্ন পূরণ করবে এককালীন বিনিয়োগে, কিন্তু আপনাকে দেবে সারাজীবনের নিশ্চয়তা। নগরীর অভিজাত লোকেশনে উইকন দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট। যেখানে গুণগত মান, টেকসই অবকাঠামো ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা হয়। এককালীন বিনিয়োগে গ্রাহককে ব্যাংক ঋণের বোঝা নিতে হবে না। এটি শতভাগ হালাল ও ঝুঁকিমুক্ত বিনিয়োগ। এছাড়া আমরা মধ্যবিত্তদের বাড়ির স্বপ্নপূরণ করতে চাই। আমাদের রয়েছে মাত্র দুই শতাংশ হারে মূল্য পরিশোধের সুযোগ।
সংবাদ সম্মেলনে স্থপতি মেহেদী ইফতেখার বলেন, একজন গ্রাহক এককালীন অর্থ দিয়ে আমাদের থেকে ফ্ল্যাট কিনে মাসিক ভাড়া আয় পেতে পারেন। আমরা সব সময় চাই গ্রাহকদের কম মূল্যে সেবা পৌঁছে দিতে। ব্যাংক থেকে লোন নিতে গেলে সুদ ব্যয় বেড়ে যায়। যার প্রভাব পড়ে ফ্ল্যাটের ব্যয়ে। যদি গ্রাহকরা ফ্ল্যাট তৈরিতে অগ্রিম বিনিয়োগ করেন তাহলে আমাদের ব্যয় কম হয়। যার ফলে আমরা স্থাপনার গুণগত মানে বাড়তি নজর দিতে পারি। সেই সাথে ফ্ল্যাটের দামও কম রাখতে পারি। এ ছাড়া গ্রাহকরা ফ্ল্যাট প্রস্তুত হওয়া পর্যন্ত তার বিনিয়োগের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ আয় করতে পারেন। আমরা মূলত বেনিফিট শেয়ার করছি। গ্রাহকের অর্থকে মূলধনে রূপান্তর করে ব্যয় সংকোচন করছি এবং স্থাপনার মান বাড়াচ্ছি। যার মাধ্যমে আমরা প্রতিষ্ঠান এবং গ্রহক যেভাবে উপকার লাভ করছে তেমনি অর্থেরও সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে। এখন পর্যন্ত চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লায় মোট ২৫টি প্রকল্প আমরা হাতে নিয়েছি। সবগুলোর ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে কোনো আপস করিনি। গ্রাহকদের বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে পিটুপির পরিচালক (ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন) প্রকৌশলী নাজিম উদ্দীন, পিটুপি ফ্যামিলির গ্রুপ সিওও মেজর (অব.) মোহাম্মদ আমিনুল হক, উইকন প্রপার্টিজ সিটিও প্রকৌশলী দেবাশীষ পাল, হেড অব বিজনেস নাজমুল বিন আবেদীন, জিএম (অপারেশন) মোহাম্মদ নাজমুল হোসেন, পিটুপি ফ্যামিলি গ্রুপ ডিজিএম রামেন দাশগুপ্ত, পিটুপি ফ্যামিলির কনসালটেন্ট সেলস অ্যান্ড মার্কেটিং, পিআর অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।