পৃথিবীর সব শিশু ভালো থাকুক

সাজেদুল করিম ভুঁইয়া | শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:২৬ অপরাহ্ণ

আসা যাওয়ার পথে ছোট্ট সোনামণিদের সাথে দেখা হয়। আমি তখন বাইকে চলমান থাকি। তবে রাস্তাটার শারীরিক অবস্থা তেমন ভালো নয় বলে ধীরগতিতে বাইক চালাতে হয়। সোনামণিরা আমাকে সালাম করে। ‘আস্‌সালামু আলাইকুম’- আমিও মাস্ক ও হেলমেট পরা অবস্থায় মাথা নেড়ে বলি, ‘ওয়ালাইকুম সালাম’- তারা হেসে ওঠে। খুশি হয়। আনন্দিত দেখায়। আমি বড় করে সালামের উত্তর দিয়েছি। আমি তাদের দিকে তাকিয়েছি। তাদের সম্মান করেছি তাই শিশুরা পুলকিত হয়েছে। মাস্ক আড়াল করে একটু হাসি দিয়ে সালামের উত্তর দিলে কেমন হবে চিন্তা করি। হেসে হেসে আন্তরিকতা সাথে সালামের উত্তর দিয়ে, ‘কেমন আছো?’ জিজ্ঞেস করলে, তারা আরও অনেক উচ্ছ্বসিত হবে, সেটা ভাবি।
শিশুরা বড়দের ভালোবাসা-আদর-আন্তরিকতা বোঝে। তাই তাদের সাথে সুন্দরের চর্চা করলে তারাও সেদিকে মনোনিবেশকারী হবে। আসুন সবাই শিশুদের জন্য ভালোবাসা অনুভব করি। ভালোবাসি। পৃথিবীর সব শিশু ভালো থাকুক। লেখক : তরুণ শিশুসাহিত্যিক

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি স্কুলে পুনঃভর্তি ফি আদায় বন্ধ করা হোক
পরবর্তী নিবন্ধবাবা ছাড়া