পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরেছে সোভিয়েত যুগের সেই নভোযান?

| মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

অনিয়ন্ত্রিতভাবে আবর্তন করা সোভিয়েত মিশনের অন্তত একটি ভাঙা অংশ সম্ভবত পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরেছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ বলেছে, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে পৃথিবীর কক্ষপথে আটকে থাকার পর সোভিয়েত যুগের মহাকাশযানের ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করেছে। খবর বিডিনিউজের।

কসমস৪৮২ নামে পরিচিত মহাকাশযানটি ১৯৭২ সালের ৩১ মার্চ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে মোলনিয়া৮কে৭৮এম রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয়েছিল। এটি কখনই পৃথিবীর কক্ষপথ থেকে বের হতে পারেনি এবং রকেটটি চারটি অংশে বিভক্ত হয়ে যায়, যা পাঁচ দশকেরও বেশি সময় ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

ইইউ স্পেস সার্ভেইল্যান্স অ্যান্ড ট্র্যাকিং সেন্টার বা এসএসটি বলেছে, শনিবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১৬ মিনিটে সম্ভবত নভোযানের একটি খণ্ড পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে। তবে ধ্বংসাবশেষটি পৃথিবীর মাটিতে পড়েছে নাকি বায়ুমণ্ডলেই পুড়ে গেছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। একইসঙ্গে ধ্বংসাবশেষটি ঠিক কোন এলাকার বায়ুমণ্ডলে প্রবেশ করেছে তাও এখনও স্পষ্ট নয়।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয়ে সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের
পরবর্তী নিবন্ধকাতার থেকে বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমান উপহার নেওয়ার কথা ভাবছেন ট্রাম্প