আজ মানুষ ও মানুষের মধ্যে স্নেহ মায়া মমতা ও প্রেম ভালোবাসার কোনো তৃপ্তি নেই! সব শ্রেণির মধ্যে ভালোবাসায় স্বার্থপরতা স্পষ্ট। তাই পৃথিবী হতে যাচ্ছে আগুনে গোলা। সারা পৃথিবীতে আজ বিপন্ন মানবতা। চারিদিকে হতাশা আর বুকে চাপা কান্না। মনে হচ্ছে ধ্বংস হয়ে যাবে এ পাপের পৃথিবী যেখানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ মানুষের শত্রু হয়ে গেছে বিশ্বময়। এমন পৃথিবী চাই না। সব ধ্বংস হয়ে আবার মানব সভ্যতা গড়ে ওঠুক আর বেঁচে থাকুক মানবতা। সত্যিকারের পবিত্র প্রেম ভালোবাসা আর মানবতার জয় নিয়ে পৃথিবী আবার নতুন করে সৃষ্টি হলে মানুষের মধ্যে স্নেহ মায়া মমতা প্রেমে তৃপ্তি ফিরে আসবে। জয় হোক বিশ্ব মানবতার! জয় হোক মানুষে মানুষে আত্মবিশ্বাস, আত্মসম্মান।