পৃথিবী যত বেশি আধুনিক হবে ততবেশি প্রাসঙ্গিক হবেন বঙ্গবন্ধু

কর্ণফুলী লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে অধ্যাপক ইফতেখার

| রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী লায়ন্স ক্লাবের উদ্যোগে গত সোমবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও লায়ন্স জেলা ৩১৫ বি এর ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান নগরীর আগ্রাবাদস্থ অ্যামব্রুসিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম. এ. মালেক। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আগামীর পৃথিবী যত বেশি আধুনিক হবে- ততবেশি প্রাসঙ্গিক হবেন বঙ্গবন্ধু। এই পৃথিবী যত বেশি প্রযুক্তিতে সমৃদ্ধ হবে এবং উৎকর্ষতা লাভ করবে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব তত বেশি আবশ্যক হয়ে উঠবে। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরের উপর মূখ্য আলোচনা পেশ করেন অধ্যক্ষ আনোয়ারা আলম। তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির এই ধারা অব্যাহত থাকলে আগামী দশ বছরে বাংলাদেশ উন্নত দেশের কাতারে চলে যাবে।
লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর ২৫ বর্ষপূর্তির উপর বিশদ আলোচনা করেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। তিনি বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ না হলে আমরা এই জেলা গভর্নর হতে পারতাম না। প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ বলেন, ঐতিহ্যবাহী কর্ণফুলী লায়ন্স ক্লাব ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন।
এই আয়োজনের মাধ্যমে সেবার জগতে আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। একই অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক জেলা কর্তৃক গোল্ড প্রাপ্তিতে এবং প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুর আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মহিউদ্দিন চৌধুরী। এতে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাছির উদ্দিন চৌধুরী, পিডিজি লায়ন কামরুন মালেক, পিডিজি লায়ন মঞ্জুর আলম, পিডিজি সিরাজুল হক আনসারি, পিডিজি রফিক আহমদ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন লায়ন জহির উদ্দিন আহমদ। ধন্যবাদ বক্তব্য রাখেন লায়ন মোসলেহ উদ্দিন অপু। আনুগত্যের শপথ পরিচালনা করেন লায়ন শুভ নাজ জিনিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন আবদুর রহিম। সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন শাহ আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতি এখন একটি মহলের কাছে কুক্ষিগত
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে গাউছিয়া কমিটির সম্মেলন