পূর্বাশার আলোর নতুন কমিটির পরিচিতি সভা

| শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:৩৬ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভার মেয়র ও সামাজিক সংগঠন পূর্বাশার আলোর উপদেষ্টা মো. জহুরুল ইসলাম জহুর বলেছেন, তরুণরা হচ্ছে এদেশের শক্তি। একটি সুন্দর সমাজ বিনির্মাণে তরুণরা চাইলে সমাজকে বদলে দিতে পারে। সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে পারে। তরুণরা চাইলেই অনেক অসাধ্য সাধন করতে পারে। সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা অত্যন্ত বেশি। আমরা যদি চেষ্টা করি সমাজের অসহায় মানুষদের জন্য অনেক কিছু করতে পারি। তাই দেশকে এগিয়ে নিতে তরুণদের একসাথে কাজ করতে হবে।

গত বৃহস্পতিবার রাতে নগরীর একটি রেস্টুরেন্টে সামাজিক সংগঠন পূর্বাশার আলোর নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মো. আবু সাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ, প্রতিষ্ঠাতা আতিকুর রহমান, মো. আলমগীর, কফিল উদ্দিন রানা, ফয়সাল বিন কাশেম, নোমান উল্লাহ বাহার, লায়ন আবু সালেহ, জিন্নাত সুলতানা ঝুমা, উমর ফারুক, আবু বকর চৌধুরী পারভেজ, আবু জুবাইর রিয়াজ, সাইফুদ্দিন খালেদ, ইয়াছিন চৌধুরী, আকতার হোসেন, তাজুল ইসলাম, সৈয়দ আরমান, সোহেল রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুস্থতাগামী মাদকনির্ভর ব্যক্তিদের উন্নয়ন প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধমেখলে এনআইএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ