তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকার বাইরে প্রকাশিত হলে আঞ্চলিক আর ঢাকায় হলে জাতীয়– আমি সবসময় এটার বিরুদ্ধে। পূর্বকোণকে আঞ্চলিক পত্রিকা মনে না করে জাতীয় পত্রিকা হিসেবে বের করতে হবে। গতকাল শুক্রবার দৈনিক পূর্বকোণের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ৩৭ বছর ধরে দৈনিক পূর্বকোণ প্রকাশনায় কোনদিন ছেদ পড়েনি।
আমরা যখন ছাত্রনেতা ছিলাম তখন পূর্বকোণের আবির্ভাব ঘটে। শুরুতেই পূর্বকোণ ব্যাপক সাড়া জাগিয়েছে। পাঠকপ্রিয়তা ধরে রেখে ৩৭ বছর ধরে প্রকাশিত হওয়া চাট্টিখানি কথা না। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বকোণ সেন্টারে সকাল থেকেই পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের পদচারণায় জমজমাট হয়ে ওঠে। সকাল ১০টায় পূর্বকোণ প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী ও সাবেক সম্পাদক প্রয়াত স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীকে স্মরণ করে ৩৮ বছরের বর্ণাঢ্য অনুষ্ঠানমালার
আনুষ্ঠানিকতা শুরু হয়। দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন রাউজান আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য ওয়াসিকা
আয়শা খান এমপি, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।