পূর্ব সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় ৯৭ ব্যাচের মিলনমেলা

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চন্দনাইশের পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা বিদ্যালয় মিলনাতনে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল র‌্যালি, স্মৃতিচারণ, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৯৭’ব্যাচের শিক্ষার্থী কাজী মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল ইসলাম, সিরাজুল ইসলাম, মৌলানা ফজলুল করিম চৌধুরী, আবুল কাশেম ছিদ্দিকী, দেশবন্ধু বড়ুয়া, মনমোহন নাথ, কাজী আকতার হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আতাউর রহমান টিপু, বর্তমান প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, শিক্ষক আবুল কাশেম।

প্রাক্তন শিক্ষার্থী জিয়াউর রহমান ও তছলিম উদ্দীনের সঞ্চালনায় ৯৭ ব্যাচের শিক্ষার্থীর মধ্যে ডা. মো. সরওয়ার চৌধুরী, মো. ইলিয়াছ, নজরুল ইসলাম, মো. আলমগীর, বেলাল উদ্দীন, হেলাল উদ্দীন, প্রবাল, রাজু বড়য়া, সুনাম বড়ুয়া, রাজন বড়ুয়া, গিয়াস উদ্দীন, আবদুর রউফ আলোচনায় অংশ নেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় উত্তম কৃষি চর্চায় প্রশিক্ষণ পেলেন ৫০ কৃষক
পরবর্তী নিবন্ধআনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা আজ