নগরের পাঁচলাইশ পূর্ব শহীদ নগর এলাকার খালের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। চসিকের জনসংযোগ শাখা জানায়, উচ্ছেদ করে পানি চলাচলের পথ সুগম করা হয়েছে।