পূর্ব বড় ভেওলায় মাসব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

| সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভেওলার মানবিক মিশন’ এর উদ্যোগে মাসব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন গতকাল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাধ্যমে শুরু হয়েছে। দক্ষিণ চরপাড়া দারুল কুরআন মডেল একাডেমিতে কর্মসূচি উদ্বোধন করেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ হোছাইন, দারুল কুরআন মডেল একাডেমি ও বায়তুল মামুর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফকির মোহাম্মদ, রাকিবুল হুদা প্রমুখ। ভেওলার মানবিক মিশনের এডমিন হাসনাইন বিল্লাহ আতিক জানান, কর্মসূচির প্রথম দিন ৪ নম্বর ওয়ার্ডের অন্তত ২৫০ জন নারীপুরুষ ব্লাড গ্রুপ নির্ণয়ের সুযোগ গ্রহণ করেছেন। থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণে আমাদের মাসব্যাপী এ কর্মসূচি পুরো ভেওলায় পরিচালিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বালুখেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে