পূর্ব জেরুজালেমে ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

| শুক্রবার , ৪ নভেম্বর, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীর ও অধিকৃত পূর্ব জেরুজালেমে পৃথক ঘটনায় চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এতথ্য নিশ্চিত করে জানায়, পশ্চিম তীরে ইসরায়েলিদের গুলিতে দাউদ মাহমুদ খলিল রায়ান (৪২) নামে একজন ফিলিস্তিনি নিহত হন। তিনি পশ্চিম তীরের বেইট ডুককু এলাকার বাসিন্দা ছিলেন। জেরুজালেমের ওল্ড সিটিতে এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের দায়ে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। ছুরির আঘাতে ওই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। খবর বাংলানিউজের। বাকি দুজন নিহত হন জেনিনে। নিহতরা ইসলামিক জিহাদের যোদ্ধা বলে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনীর তথাকথিত অভিযানে তারা নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনাগুলো পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ঘরে যাওয়া কয়েকটি সহিংসতার কারণে ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছর ইহুদি রাষ্ট্রের পুলিশ ও সেনাবাহিনী ১৩০ জনেরও বেশি ফিলিস্তিনে হত্যা করেছে। ২০১৫ সালের পর চলতি বছরই মারাত্মক পরিস্থিতি চলছে এ দুই অঞ্চলে।

পূর্ববর্তী নিবন্ধচীনে লকডাউনে চিকিৎসায় দেরি, শিশুর মৃত্যু ঘিরে ক্ষোভ
পরবর্তী নিবন্ধপাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ