পূর্ব ছোটপুল সমাজ পরিচালনা পরিষদের উপকমিটি গঠিত

| শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

পূর্ব ছোটপুল সমাজ পরিচালনা পরিষদের প্রস্তাবিত উপকমিটি (যুব) গঠিত হয়েছে। গত ১৬ এপ্রিল সংগঠনের কার্যনিবার্হী কমিটির সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে কমিটির আহবায়ক এবং সদস্য সচিব নির্বাচিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি কামাল উদ্দিন সর্দার। সাধারণ সম্পাদক মো. সেলিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি শহিদুল আলম বাবুল, সহ সভাপতি নুরুল আলম কোম্পানি, মাহাবুব আলম বাবুল, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আবদুর রহমান, অর্থ সম্পাদক মো. আবু জাফর, আইন বিষয়ক সম্পাদক একে আজাদ, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদিন পারভেজ, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, কার্যনির্বাহি সদস্য মিজানুর রহমান লিটন, তাজউদ্দিন।

সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে উপ কমিটির (যুব) আহবায়ক নির্বাচিত হন সাইফুল ইসলাম টিটু, সদস্য সচিব নিজামউদ্দিন নেজাদ। কমিটির সদস্যরা হলেনশহিদুল ইসলাম, আলাউদ্দিন মুন্না, নুর করিম অপু, মো. নাঈমউদ্দিন, সাজ্জাদ হোসেন, মো. নাঈম, মো. আজগর, মো. আদর, ইব্রাহিম বাদ্দাদ দৌলত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ মহিউদ্দিন চাটগাঁইয়া গানে বাঁকবদল ঘটিয়েছেন
পরবর্তী নিবন্ধদোহাজারীতে আগুনে পুড়ল বসতঘর, ৫ লাখ টাকার ক্ষতি