রাউজানের উরকিরচর ইউনিয়নের পূর্ব আবুরখীল তালুকদারপাড়া শান্তিময় বিহারে গত ১ নভেম্বর দানোত্তম কঠিন চীবর দান ও ধর্মসম্মেলন অনুষ্টিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল দায়ক–দায়িকাদের স্মরণে অষ্টপরিস্কারসহ সংঘদান ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন আবুরখীল কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ অরুনানন্দ মহাথের। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন উত্তর গুজরা বিবেকরাম বিহারের অধ্যক্ষ পূর্ণানন্দ থের। পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষাবিদ রঞ্জন কুমার বড়ুয়া। দুপুরে শুরু হয় মূল অনুষ্ঠান চীবর দান উৎসব ও ধর্মসম্মেলন। রতন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোবিতানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন পরমানন্দ মহাথের। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চীবর দান উৎসব ও ধর্মসম্মেলনের উদ্বোধন করেন ধর্মপ্রিয় মহাথের। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ বুদ্ধানন্দ থেরো। আমন্ত্রিত অতিথিদের ফুল, উত্তরীয় ও স্মারক সম্মাননা প্রদান করার পর স্বাগত বক্তব্য দেন, রুপতি রঞ্জন বড়ুয়া, সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন পিকলু বড়ুয়া। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন তনহংকর থেরো। মুখ্য আলোচক ছিলেন সংঘানন্দ থেরো। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরো।
সদ্ধর্মদেশনায় অংশ নেন, উকটঠা পঞঞা থেরো, অধ্যক্ষ সুপলাবংশ থেরো, অধ্যক্ষ ধর্মশ্রী ভিক্ষু, অধ্যক্ষ দেবপ্রিয় ভিক্ষু, অধ্যক্ষ ভদন্ত ধর্মদর্শন থেরো প্রমুখ ।
চীবর দান ও ধর্মসম্মেলনে পঞ্চশীল প্রার্থনা করেন সলিল বিকাশ বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন কমল বড়ুয়া বাবুল। শেষে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়। সন্ধ্যায় প্রদীপ ও ফানুষ উত্তোলন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।