পূর্ব আঁধারমানিক সদ্ধর্মরশ্মি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

| বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৫:৪৩ পূর্বাহ্ণ

রাউজান উপজেলাধীন পূর্ব আঁধারমানিক সার্বজনীন সদ্ধর্মরশ্মি বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান গত রোববার ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, বুদ্ধ কীর্তন, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল গ্রহণ, প্রদীপ পূজা ও পরলোকগত জ্ঞাতিদের উদ্দেশ্যে পূণ্যদান এবং সদ্গতি কামনায় ফানুস বাতি উত্তোলন করা হয়। বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক রত্নশ্রী মহাথের’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন জ্ঞানানন্দ মহাথের, সংঘানন্দ মহাথের, পুন্নানন্দ থের, সুমহাল থের, করুণাশ্রী থের, সুখানন্দ থের, রাহুলশ্রী ভিক্ষুসহ প্রমুখ ভিক্ষুসংঘ।

বক্তারা বলেন, বুদ্ধের অহিংসার বাণীই বিশ্ব শান্তির একমাত্র হাতিয়ার। এতেই সুখ, শান্তি, কল্যাণ ও শ্রীবৃদ্ধি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে হৃদরোগে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধ‘সুন্নিয়তই মানবমুক্তি ও নাজাতের অবিকল্প প্ল্যাটফরম’