পূর্ণিমা

সৈয়দা ডালিয়া | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চাঁদের অমাবস্যার মতো

ঘোর অন্ধকারে

কেউ যখন প্রবল গরিমায়

হেঁটে যায়!

মাঝে মাঝে সুন্দর বড় অসহ্য লাগে

চাঁদের প্রবল ঘোর অন্ধকারের

টানা পোড়নে

দুঃখকষ্টে জর্জরিত রাত

পূর্ণিমার দেখা মিলাও ভয়।

চাঁদের অন্ধকার পৃষ্ঠে হেঁটে

যাওয়ার মতো।

মাঝে মাঝে সুন্দর বড় অসহ্য লাগে!

অথচ কী প্রবল প্রতীক্ষায় পূর্ণিমার দিকে তাকাই!

পূর্ববর্তী নিবন্ধএই আমি
পরবর্তী নিবন্ধতোমার জন্য