পূর্ণাঙ্গ অনেকগুলো দক্ষতার স্বীকৃতি হলো মাস্টার অব সায়েন্স

প্রিমিয়ার ভার্সিটির সিএসইতে কোর্স উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী

| সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:৫৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে মাস্টার অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় শিক্ষা উপমন্ত্রী সুনির্দিষ্ট দক্ষতা ও যোগ্যতার জন্য মাস্টার অব সায়েন্সের প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলেন, পূর্ণাঙ্গ অনেকগুলো দক্ষতার স্বীকৃতি হলো মাস্টার অব সায়েন্স।

গতকাল রোববার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে মাস্টার অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য

প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, আইইবি চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান এম এ রশিদ এবং বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু। সভাপতির

বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার অব সায়েন্স চালু হচ্ছে। সুতরাং আজকের দিন প্রিমিয়ার ইউনিভার্সিটির জন্য বিশেষ দিন। ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক বলেন, বিজ্ঞান ছাড়া কোনো শিক্ষাই পরিপূর্ণ নয়। প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের

ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ বলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এখন শামুকের মতো নয়, এখন তা বিশাল মহীরুহ।

আইইবি চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান এম এ রশিদ বলেন, আইইবির কাজ হচ্ছে প্রকৌশলীদের সার্বিক কল্যাণ। বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, মাস্টার অব সায়েন্সে যারা পড়বেন অথবা যারা গ্র্যাজুয়েশন সমাপ্ত করে চাকরি করছেন, তাদের ভাবার প্রয়োজন নেই যে,

পড়ালেখা বা স্কিল অর্জন শেষ হয়ে গেছে। কারণ টেকনোলজি পরিবর্তন হয়।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম ও চুয়েটের অধ্যাপক ড. আসাদুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার সকল ধর্মের নিরাপত্তার উদাহরণ সৃষ্টি করেছে
পরবর্তী নিবন্ধ‘মান্না চলে যাওয়ার পর শুরু হয় আমার জীবনযুদ্ধ’