বাঁশখালী উপজেলায় কালীপুর নিমকালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মূলমন্ত্র এক। ধর্ম নিয়ে রাজনীতি নয়। ধর্ম মানুষকে উচ্চতর শিখরে পৌঁছে দেয়। পূর্ণতা লাভের জন্য ধর্মীয় রীতিনীতি মেনে চলা উচিত। এ সময় তিনি মন্দিরের মাঠ ভরাটের জন্য ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। পরে নবনির্মিত মৃণালীনি সেন অডিটোরিয়ামের ফলক উন্মোচন করেন।
সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অসিত সেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তাপস কুমার নন্দী। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) হুমায়ুন কবির, অজিত কুমার দাশ, কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহদাত আলম, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, প্রণব সাহা, লায়ন স্বপন দাশ, প্রকৌশলী দিলীপ চৌধুরী, সুনীল পাল, বুলবুল সেন, সুজিত দাশ প্রমুখ।