পূর্ণ হল ট্রাম্পের নতুন মন্ত্রিসভা

| সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে এরই মধ্যে নিজের নতুন প্রশাসনের মনোনয়নের কাজ শেষ করেছেন। বিবিসি জানায়, সবশেষ শনিবার যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী হিসেবে ট্রাম্প তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে ১৫ সদস্যের নতুন মন্ত্রিসভা পূর্ণ করেছেন। খবর বিডিনিউজের।

১৫ জন নতুনপুরাতন রিপাবলিকান সমর্থক এবং অনুগতদের নিয়ে ট্রাম্প মন্ত্রিসভার সদস্য বাছাই পর্ব শেষ করেছেন। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজের দায়িত্ব নেবেন ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসাবে, ব্রুক আমেরিকান কৃষকদের সুরক্ষা প্রচেষ্টার নেতৃত্ব দেবেন।

কে এই ব্রুক রলিন্স? : থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটএর সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রোলিন্স বহু বছর ধরেই ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন তিনি। এছাড়া রলিন্স হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকপ২৯ : দরিদ্র দেশগুলো পেল বছরে ৩০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি
পরবর্তী নিবন্ধইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের আগে ইসলামাবাদ লকডাউন