পূজার ছুটি শেষ, আজ থেকে শুরু চবির ক্লাস-পরীক্ষা

চবি প্রতিনিধি | রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ রোববার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস খুলছে। শুরু হচ্ছে যথা নিয়মে ক্লাস পরীক্ষাসহ অফিসাল কার্যক্রম। গতকাল শনিবার সকাল থেকেই আবাসিক হলগুলোতে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। শাটল ট্রেন চলাচল শুরু হওয়ায় ক্যাম্পাস ধীরে ধীরে মুখর হয়ে জমে উঠছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি ছিল। এ সময় ক্লাসপরীক্ষা বন্ধ থাকলেও ছুটি শেষে আজ থেকে যথারীতি সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীরা জানাচ্ছেন, দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে পেরে তারা স্বস্তি পাচ্ছেন। সামনে চাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, পূজার ছুটি শেষে আগামীকাল (আজ) থেকে ক্লাসপরীক্ষা নিয়মিতভাবে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ সচল রাখতে প্রশাসন সব ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।

এদিকে পূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ল্যাবরেটরি, প্রশাসনিক দপ্তরসহ সব দফতরও স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিনামূল্যে খতনা ক্যাম্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধযমুনা অয়েল কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইউনুসুর রহমান