চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগীতার মাধ্যমে ২০০৮ সালে গানের জগতে পেশাগতভাবে পথচলা শুরু বাঁধন সরকার পূজার। সেই হিসেবে ১৩ বছর পাড়ি দিয়েছেন তিনি সংগীতে। এই সময়ে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন পূজা। পাশাপাশি স্টেজে থেকেছেন ব্যস্ত। করেছেন প্লেব্যাকও। করোনার এই সময়েও নিয়মিত করে গান করে যাচ্ছেন তিনি। ধারাবাহিকতায় আসছে দুর্গাপূজা উপলক্ষে নতুন গানে কণ্ঠ দিয়েছেন। গানের নাম ‘আসছে মা দুর্গা’। গানটির কথা লেখার পাশাপাশি এর সুর ও সংগীত পরিচালনার দায়িত্ব পালন করেছেন লিংকন। গায়িকা পূজা জানান, দুর্গাপূজা মানেই তো মহাউৎসব। তাই এই গান নিয়ে আয়োজনেও উৎসব আমেজ থাকছে। বিগ বাজেটে জমজমাট এক ভিডিও তৈরি করা হয়েছে। যেখানে পারিবারিক আবহে পূজা উদযাপনের চিত্র ফুটে উঠবে। আর গানের ভিডিওতে বিশেষ চমক হিসেবে থাকছেন সুমিত ও অর্চিতা স্পর্শিয়া জুটি।