পূজার গানে ‘তাণ্ডব’ দেখাবেন তারা

| সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১২:০৬ অপরাহ্ণ

ঘনিয়ে এলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন একটি গান। যেটার শিরোনাম ‘মহাদেব’। আগামী ৩০ সেপ্টেম্বর গানচিত্র আকারে প্রকাশিত হবে এটি।
গানের কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা। সুর ও সংগীতায়োজনে শোভন রায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা বাঁধন সরকার পূজা, মৌমিতা বড়ুয়া, গায়ক-সংগীত পরিচালক জি এম জন, শোভন রায় ও অজয় রায়।বিশেষ গানটিতে চমক হিসেবে থাকছে শিব তাণ্ডব। এটি মূলত শিবের প্রশংসায় করা একটি নৃত্য। যেটার কথা হিন্দু পুরাণে রয়েছে। গায়িকা মৌমিতা বলেন, শিব তাণ্ডব নিয়ে এমন কাজ আমাদের দেশে আগে হয়নি। এজন্য আমরা সবাই খুবই উচ্ছ্বসিত। আশা করি এবারের দুর্গাপূজায় গানটি দর্শক-শ্রোতাদের ভিন্ন অভিজ্ঞতা দেবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার বেতার নাটকে চিত্রলেখা
পরবর্তী নিবন্ধঅস্কারে যাচ্ছে ‘হাওয়া’