পূজা শেষে বাসায় ফেরা হলো না ইমনের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৯ মে, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় গ্রামের বাড়িতে বাসন্তী পূজায় অংশ নিতে গিয়েছিল ইমন দাশ (২৪)। কিন্তু পূজা শেষে তার আর শহরের বাসায় ফেরা হলো না। গত শুক্রবার সন্ধ্যায় বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেঙের সামনে বাস ও টিকটিকির (তিন চাকার সিএনজি চালিত সবুজ টেম্পো) মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় ইমন।
গতকাল শনিবার বিকাল ৫টার দিকে গ্রামের বাড়ির শ্মশানে তার লাশ দাহ করা হয়। ইমন রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের দক্ষিণ পোমরা এলাকার কর্ণফুলী জুট মিলের সাবেক কর্মকর্তা আশিষ কুমার দাশের সন্তান। তার মা চন্দ্রঘোনা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত।
নিহতের বড় ভাই লিমন দাশ বলেন, দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট। সে চীনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিল। করোনাকালে গত বছর সে দেশে ফিরে। নগরীর জামাল খান এলাকায় তাদের বাসা। শুক্রবার গ্রামের বাড়ি থেকে সেখানেই ফিরছিল সে।
পারিবারিক সূত্র জানায়, কাপ্তাই রাস্তারমাথা থেকে টিকটিকি করে বহদ্দারহাট যাচ্ছিল ইমন। পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তার। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমারামারির দুদিন পর ৮ বসতঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ