পূজা পরিষদের ৬ দফা দাবি ও চারদিনের কর্মসূচি ঘোষণা

সংবাদ সম্মেলন

| সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৮:১৭ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসবে সারাদেশে বিভিন্ন পূজামণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল ১৭ অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য। সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি এবং চারদিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ১৮ অক্টোবর বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, ১৯ অক্টোবর বেলা ১১টা হতে ১টা পর্যন্ত জেএম সেন হলে প্রতীকী অনশন। ২১ অক্টোবর বিকেল ৩টায় জেএম সেন হলে সমাবেশ। ২২ অক্টোবর সন্ধ্যা ৬টায় জেএম সেন হলে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ। লিখিত বক্তব্যে লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য বলেন, কুমিল্লায় পরিকল্পিত ঘটনার পর চট্টগ্রামের প্রধান পূজামণ্ডপ জেএম সেন হলসহ বিভিন্ন জেলায় একই কায়দায় হামলা এদেশের সনাতন ধর্মালম্বীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও দুষ্কৃতকারীরা যাতে আর প্রশ্রয় না পায় সেজন্য সরকার ও প্রশাসনকে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পূজা পরিষদের ৬ দফা দাবিগুলো হলো- ১) ’৭২ এর সংবিধানের আলোকে সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিত করতে হবে, ২) এবারের শারদোৎসবে সারাদেশে হামলায় জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত বিচার আইনে আলাদা আলাদা মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করতে হবে, ৩) ক্ষতিগ্রস্ত মঠ-মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি সরকারি ব্যবস্থাপনায় নির্মাণ করতে হবে, ৪) নিহত ব্যক্তির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে, ৫) ক্ষতিগ্রস্তদের সরকারি অনুদান দিয়ে তাদের ক্ষতি পুষিয়ে দিতে হবে, ৬) রাজনীতি ও নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দিন কন্যা ফৌজিয়া সুলতানার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধপ্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে