জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে শুক্রবার (১৩ ডিসেম্বর) গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। অভিনেতার বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় অভিযোগ আনা হয়েছে, যা গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে ঘটে।
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারী ভক্ত রেবতীর মৃত্যু হয়। তার সঙ্গে থাকা ৮ বছর বয়সী সন্তান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়।
রেবতীর পরিবারের অভিযোগ, আল্লু অর্জুন তার উপস্থিতি সম্পর্কে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে আগে থেকে জানাননি। অভিনেতা ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেন এবং ভিড় নিয়ন্ত্রণের অভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।