পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে জানান, ব্যবস্থা নেব

কাপ্তাইয়ে বিট পুলিশিং সমাবেশে পুলিশ সুপার

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন বলেছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রকাশ্যে জানান। পুলিশ যদি কোন অপরাধ করে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আগের দিনেরমত পুলিশের সেই ঢিলেঢালা ভাব এখন আর নেই। এখন পুলিশের বেতন বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় কোন পুলিশ সদস্য যদি অন্যায়ভাবে কারো কাছে টাকা দাবি করেন, থানায় জিডি করতে গেলে বা পুলিশ ভেরিফিকেশন করতে কেউ যদি টাকা চায় তার বিরুদ্ধে অভিযোগ করুন। বিভিন্ন অপরাধের কারণে বাংলাদেশে বিপুলসংখ্যক পুলিশকে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও তিনি জানান। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন কাপ্তাই থানা আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এবং কাপ্তাই থানা অফিসার ইনচার্য মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মারুফ আহমেদ, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দিপ্তীময় তালুকদার, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল। পরে প্রধান অতিথি বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন।

সাতকানিয়া : সাতকানিয়া থানার গত উদ্যোগে ১০ মার্চ মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ চরতী ইউনিয়নস্থ উত্তর ব্রাহ্মণ ডেঙ্গা মাষ্টার বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। প্রধান অতিথি বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও নারী নির্যাতন তথা যে কোন অপরাধ রুখতে প্রশাসন বদ্ধপরিকর। আপনারা আপনাদের আশে-পাশে ঘটছে এ ধরনের যে কোন অপরাধ সর্ম্পকে নির্ভয়ে পুলিশকে অবহিত করুন, প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছে। এতে প্রধান আলোচক ছিলেন এড. প্রদীপ কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চরতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম চৌধুরী, রমিজ উদ্দিন আহমেদ, নুর আহমেদ, ডা. রেজাউল করিম, এস. আই মো. দুলাল হোসেন, শিবলী নোমান মিটু।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম বাকলিয়া ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ
পরবর্তী নিবন্ধওল্ড স্কলাস্টিকানস আ্যসো’র বসন্ত উৎসব ও নারী দিবস উদযাপন