কক্সবাজারে পুলিশের তাড়া খেকে পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না এক ইউপি সদস্যের। ওই ইউপি সদস্যের নাম আবু বক্কর সিদ্দিক বাবুল। তিনি কক্সবাজার সদরের খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় তেতৈয়া এলাকার মৃত আমির হামজার ছেলে। গতকাল সোমবার দুপুরে খুরুশকুল ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) সুমনাথ বসু বলেন, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার দায়েরকৃত মামলার গ্রেপ্তারি পরোয়াভুক্ত পলাতক আসামি ছিলেন। তিনি এলাকায় অবস্থান করার খবর পেয়ে একদল পুলিশ তাকে গ্রেপ্তারের অভিযানে যায়। অভিযানে পুলিশের সামনে পড়ে গেলে খুরুশকুল ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত একটি বড় পুকুরে ঝাঁপ দেন আবু বক্কর সিদ্দিক বাবুল। পরে পুকুরের অপর প্রান্ত উঠে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের দল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুকুরে ঝাঁপ দিয়ে অপর প্রান্তে উঠার চেষ্টা করেন ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বাবুল। ওই প্রান্তেও পুলিশ তাকে ধরতে গেলে তিনি পুলিশকে চিৎকার করে এবং শপথ করে বলতে থাকেন, দুদিন আগে তার মা মারা গেছে, আগামীকাল মঙ্গলবার (আজ) তার মায়ের মৃত্যু উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়েছে। তাই তাকে গ্রেফতার না করার জন্য হাতজোড় করে আকুতি জানান তিনি। তবে পুলিশ অনুরোধ রক্ষা না করে তাকে গ্রেপ্তার করে। ইউপি সদস্য বাবুলকে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ ইলিয়াস খান।